দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৬ জেলেকে জরিমানা
লক্ষ্মীপুরের রামগতিতে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ছয় জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. মিজান (২২), মো. খোকন (৩৫), আবদুস সাত্তার (৩৫), মো. সিরাজ (৪৬), মো. জাফর (২৮) ও মো. সাত্তার (২২)।
বিজ্ঞাপন
সোমবার (১৫ মে) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ মিটার কারেন্ট জালের পাশাপাশি ১৫টি চিংড়ি রেণু ধরার জাল জব্দ করা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন ও উপজেলা কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জসিম উদ্দিন বলেন, ইলিশ শিকারে কারেন্ট জাল ব্যবহার অবৈধ ঘোষণা করেছে সরকার। আজ সোমবার কারেন্ট জাল ব্যবহার বন্ধে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয় জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে নয় হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
হাসান মাহমুদ শাকিল/এমজেইউ