পিরোজপুর থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল শুরু
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দুই দিন বন্ধ থাকার পর পিরোজপুর থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ মে) বিকেল ৪টায় হুলারহাট নদীবন্দর থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
ঢাকাগামী যাত্রী রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুর্যোগের কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল। আজ আবার শুরু হয়েছে, তাই পরিবার নিয়ে লঞ্চে ঢাকা যাচ্ছি।
বিজ্ঞাপন
আরেক যাত্রী লাবনী খন্দকার ঢাকা পোস্টকে বলেন, বরিশাল অঞ্চলের ঢাকাগামী যাত্রীদের জন্য লঞ্চ একটি সহজ ও আরামদায়ক যানবাহন। বেশিরভাগ সময়ই লঞ্চে চলাচল করা হয়। ঘূর্ণিঝড়ের ভয় কাটিয়ে আজ আবার লঞ্চে চলাচল করছি।
লঞ্চ ঈগল ৮-এর সুপারভাইজার মো. মশিউর রহমান খান বলেন, দুর্যোগের কারণে লঞ্চ বন্ধ ছিল। আজ আবারও চলাচল শুরু হয়েছে। আশা করছি কোনো সমস্যা ছাড়াই আমরা স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল করতে পারব।
বিজ্ঞাপন
ফারহান লঞ্চের সুপারভাইজার সোহাগ শেখ ঢাকা পোস্টকে বলেন, আজ থেকে পিরোজপুর-ঢাকা-পিরোজপুর রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। দুর্যোগের কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
আবীর হাসান/এমজেইউ