যেকোনো দুর্যোগে আ.লীগ সবার আগে মানুষের পাশে থাকে : আফজাল
পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে পুরান বাজার টাউন উচ্চ বিদ্যালয় মাঠে আগুনে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা ব্যক্তিগতভাবে তিনি বিতরণ করেন।
এ সময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সারোয়ারসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অ্যাভোকেট আফজাল হোসেন বলেন, আওয়ামী লীগ একটি মানবিক সংগঠন, বঙ্গবন্ধু এই সংগঠনের জন্ম দেওয়ার পর থেকেই এই সংগঠন মানুষের পাশে আছে এবং সব সময় থাকবে। দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্তে আওয়ামী লীগ সবার আগে মানুষের পাশে থাকে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের পাশে রয়েছে। আপনাদের আগুনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আসলে কারও পক্ষেই পুষিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় আপনারা আবার ঘুরে দাঁড়াবেন। আপনার আবার ব্যবসা-বাণিজ্য শুরু করবেন।
তিনি আরও বলেন, আমাদের দল থেকে আপনাদের সাময়িক কষ্ট লাঘবের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। তারপর বিভিন্ন নেতৃবৃন্দ তার ব্যক্তিগত উদ্যোগে এসে আপনাদের সহযোগিতা করেছেন। এর অর্থ হলো আমরা সবাই আওয়ামী পরিবার। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা একেক সময় একেকটা যাই করি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে করি। শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তাকে যেন আল্লাহ দীর্ঘজীবী করেন এবং দেশ চালানোর সুযোগ পান।
বিজ্ঞাপন
নগদ অর্থ বিতরণ শেষে অতিথিবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং আরও যতটুকু সহযোগিতা করা সম্ভব হয় তা করবেন বলে জানান।
উল্লেখ্য যে, গত ৩ মে সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী পুরান বাজারে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও স্থানীয়দের ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১৫টির বেশি দোকান, ৫ তলা একটি ভবনসহ অগ্রণী ব্যাংকের আংশিক আগুনে পুড়ে যায়। ওই ঘটনায় ফায়ার সার্ভিসের একজন সদস্য ও পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছিলেন।
মাহমুদ হাসান রায়হান/আরএআর