ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে

রাজশাহী নগরীতে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে নগরীর প্রাণকেন্দ্র গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাজশাহী সদর ও বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা। খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। 

সদর ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে ফায়ার সার্ভিস। 

ফেরদৌস সিদ্দিকী/আরএআর