ব‌রিশা‌ল সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে আওয়ামী লী‌গের প্রার্থী আবুল খা‌য়ের আব্দুল্লাহ ওরফে খোকন সের‌নিয়াবা‌তের সঙ্গে সদর উপ‌জেলার জনপ্রতি‌নি‌ধি‌দের মত‌বি‌নিময় সভা শে‌ষে আওয়ামী লীগ ও ছাত্রলী‌গের দুই গ্রু‌পের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছে। 

বুধবার (১৭ মে) সন্ধ্যায় মহানগর যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামু‌নের বাসভব‌নে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকার প্রার্থীর মত‌বি‌নিময় সভা শে‌ষে খাবারের প্যাকেট বিতরণ ও বক্তব্য দেওয়া নি‌য়ে পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারু‌কের দুই অনুসারী জেলা প‌রিষ‌দের সদস্য শ‌হিদুল ইসলা‌ম ও জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি জোবা‌য়ের আব্দুল্লাহ জিন্নাহ দ্ব‌ন্দ্বে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। দুই গ্রু‌পের ম‌ধ্যে হাতাহা‌তি হয়। 

এ ঘটনার ভি‌ডিও ও  স্থির চিত্র ধারণ কর‌তে গে‌লে সাংবা‌দিক‌দের বাধা দেয় দলীয় নেতাকর্মীরা। প‌রে সি‌নিয়র নেতাদের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত হয়।

আওয়ামী লীগ নেতারা জানায়, নৌকার প্রার্থী‌কে বিব্রত কর‌তে এই ধর‌ণের ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে ওই দুইটি পক্ষ। 

হাতাহা‌তির বিষ‌য়ে জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি জোবা‌য়ের আব্দুল্লাহ জিন্নাহ ব‌লেন, কথা কাটাকা‌টি হ‌য়ে‌ছে তুচ্ছ বিষয় নি‌য়ে, আর কিছু না।

মহানগর যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন জানান, খাবার বিতরণ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। সাংবাদিক অবরুদ্ধ করে রাখার কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া সাংবাদিকদের সঙ্গে আমার সুসম্পর্ক, আমার বাসায় তারা এমন পরিস্থিতির শিকার হওয়ার প্রশ্নই ওঠে না।

সৈয়দ মেহেদী হাসান/আরকে