রইজ আহমেদ মান্না। ছবি- সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিলকারী মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নার মনোনয়ন বাতিল করা হয়েছে। একইসঙ্গে তার দুই অনুসারীর মনোনয়নও বাতিল করা হয়েছে।

ঋণ খেলাপি, তথ্য গরমিল ও সশরীরে মনোনয়ন দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বিষয়টি নিশ্চিত করেছেন।

রইজ আহমেদ মান্না ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। তিনি সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।

এছাড়া ওই ওয়ার্ডের মনোনয়ন দাখিলকারী মুন্না হাওলাদার ও ইমরান হোসেন সজিবের মনোনয়নও বাতিল করা হয়েছে। এরা দুইজন রইজ আহমেদ মান্নার অনুসারী বলে জানা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি ও মারধরের মামলায় ১৩ সহযোগীসহ বর্তমানে কারাগারে রয়েছেন রইজ আহমেদ মান্না।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ