সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৫ নেতা গ্রেপ্তার
নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) দুপুর ২টার দিকে কেন্দুয়া পৌরসভার দরগা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশ।
এদিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার (১৮ মে) রাতে কেন্দুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে জেলা তাঁতীদলের নেতা লুৎফুর রহমান লিটন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া রুকন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সালাম ও পৌর শ্রমিক দলের আহবায়ক শহীদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন জানান, আটককৃতদের নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
জিয়াউর রহমান/এবিএস