বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিদেশের মাটিতে সুবিধা করতে না পেরে আওয়ামী লীগ এখন আবোল তাবোল বকছে। বিএনপি যখন জনগণের ভোট ও ভাতের অধিকার নিয়ে মাঠে আন্দোলন করছে ঠিক তখন আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শান্তি সমাবেশের নামে অশান্তি তৈরি করছে। শান্তি সমাবেশ করে লাভ নেই। জনগণ সব বোঝে। একবার সুযোগ পেলে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে। এই অবৈধ সরকার বিএনপির আন্দোলন দেখে ভয় পেয়ে গেছে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনতার সরকার গঠন করবো।

শুক্রবার (১৯ মে) বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশের পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গ্রেপ্তার, মামলা ও পুলিশি হয়রানি বন্ধ করা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এই জনসমাবেশের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আরও বলেন, এই সরকার ভোট ও গণতন্ত্র নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণকে তাদের বাঁচার অধিকার থেকে বঞ্চিত করছে। জনগণের সঙ্গে তামাশা করতে গিয়ে আওয়ামী লীগ আজ তামাশার দলে পরিণত হয়েছে। তাই বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাহিদা বেগম, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন-নবী ডন প্রমুখ।

এদিকে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নগরীর প্রধান সড়কে সমাবেশ শুরু হয়। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে আসার সময় পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ