রাজবাড়ীতে বিএনপির ৪১ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১৭
রাজবাড়ীতে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আরও ১২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২০ মে) রাতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুর হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
রোববার (২১ মে) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ১০ দফা দাবিতে কেন্দ্রের নির্দেশনায় রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় সমাবেশের সময় নির্ধারণ করে জেলা বিএনপি।
দীর্ঘদিন পর রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর সমর্থকেরা জেলা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। শহরের সজ্জনকান্দা এলাকার আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে সকাল থেকেই নেতাকর্মীরা জড় হতে শুরু করে। পুলিশের বাধা উপেক্ষা করেই হাজার হাজার নেতাকর্মীরা আসতে থাকে।
বিজ্ঞাপন
বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কর্মসূচিতে যোগদান করতে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এ সময় শোভাযাত্রাটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে বকুলতলায় এলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ছাত্রলীগ ও যুবলীগ স্থান ত্যাগ করে। পরে বিএনপির সমর্থকেরা ছাত্রলীগ ও যুবলীগের ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে।
ঘটনাস্থলে পুলিশ এলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামাল হয়েছে। মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখনো ২৪ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ হামলা করেছে। আবার আমাদের নেতাকর্মীদেরকেই তারা গ্রেপ্তার করা হয়েছে। এটি কোনো গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। দ্রুত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাই।
মীর সামসুজ্জামান/আরকে