পটুয়াখালীর আ.লীগ নেতা সুলতান আহমদ মৃধার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা, বস্ত্র, খাদ্য ও সাংসারিক কাজের জিনিসপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২১ মে) দুপুরে টাউন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক পৌর ও সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান আহমদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ গাজী সবির, যুবলীগের সাংগঠনিক সম্পাদক অসীম মৃধা ও পৌর আ.লীগ নেতা রফিকুল ইসলাম খোকন মৃধা, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ সিকদারসহ আরও অনেকে।

সহায়তা প্রদানকালে সুলতান আহমেদ মৃধা বলেন, আমি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঠিকই কিন্তু আমি শেখ হাসিনার একজন কর্মী। আপনারা আমাকে ভোট দিয়ে এক সময় পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। আজ আমি আপনাদের পাশে আছি। বিএনপির কোনো নেতা কিন্তু আজ আপনাদের পাশে এগিয়ে আসে নাই এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে। এটি আপনারা খেয়াল রাইখেন। বিএনপি কিসের রাজনীতি করে যে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে না। আওয়ামী লীগ সবসময় অসহায়দের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। আমার এ সহায়তা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারে।

এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারকে ৫ হাজার করে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, কম্বল, রান্নার বাসন ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, গত (৩ মে) সন্ধ্যায় স্থানীয় একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩২টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট টানা চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মাহমুদ হাসান রায়হান/এমএএস