গ্রেপ্তারকৃত শাকিল। ছবি- সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে প্রেমিকার টিকটক আইডি উদ্ধারকে কেন্দ্র করে এক প্রেমিকের ছুরিকাঘাতে আরেক প্রেমিক শরিফ মিয়ার মৃত্যুর ঘটনার তিন দিন পর অভিযুক্ত প্রেমিক শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ মে) ভোরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চন্দনপুর গ্রামের আতিকুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গাজীপুরের কাপাসিয়ায় তার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা মহিউদ্দিন বাদী হয়ে শাকিলকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় যে ছয়জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে চারজনই কিশোর। এরমধ্যে দুইজন এসএসসি পরীক্ষা দিচ্ছেন, একজন অষ্টম শ্রেণির ছাত্র, আরেকজন মাদরাসা থেকে ঝরেপড়া ছাত্র। অন্য দুইজন হলেন মামলার প্রধান আসামি শাকিলের বাবা ও চাচা।

এর আগে গত মঙ্গলবার (১৬ মে) বিকেলে ৮ম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকার টিকটক আইডিকে কেন্দ্র করে উপজেলার চন্দনপুর গ্রামে প্রেমিক শাকিলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আরেক প্রেমিক শরিফ মিয়া। পরে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমজেইউ