রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে গরু চুরির সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুই চোরকে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার (২৮ মে) দিবাগত রাত ২টার দিকে নবাবপুরের হোগলাডাংগী গ্রামে এ ঘটনা ঘটে। 

গণপিটুনির শিকার দুই গরু চোর হলো বালিয়াকান্দির নবাবপুরের পদমীগ্রামের সৈয়দ শেখের ছেলে সাইফুল শেখ রিপন (৩০) ও ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামের হানিফ শেখের ছেলে খোকন শেখ (৩৮)। 

এর মধ্যে সাইফুল শেখ রিপন ২০১৮ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বর্তমানে তিনি পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। 

নবাবপুরের ৫নং ওর্য়াড সদস্য কামরুল হাসান জানান, নাদের শেখের বাড়িতে গরু চুরি করতে ঢুকলে টের পেয়ে তারা দুই চোরকেই ধরে ফেলেন। পরে গ্রামের লোকজন একত্রিত হয়ে তাদের গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেন। গত এক সপ্তাহ আগেও হোগলাডাঙ্গী গ্রাম থেকে দুটি গরু চুরি হয়েছে।

বালিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে রাতেই আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সাইফুল শেখ রিপন একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। চুরির অপরাধে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মীর সামসুজ্জামান/আরকে