নিখোঁজের তিন দিন পর মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদরাসার তিন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তিনজন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। গাংনী থানা পুলিশের একটি দল মঙ্গলবার (৩০ মে) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বুধবার (৩১ মে) সকালে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগা জেলার পত্নীতলা উপজেলার নজীপুর গ্রামের চানিকা চৌধুরীর ছেলে রুমন চৌধুরী (২৩), শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার নোয়ানি গ্রামের আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন (২২) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সোনাপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে হাসান আলী (২২)।

জানা গেছে, গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় দেবীপুর গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রী ও নবম শ্রেণিতে পড়া আরও দুই ছাত্রী। তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় তাদের পরিবারের লোকজন গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে ঘটনার পরপরই তদন্তে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী মাদরাসাছাত্রীদের একজনের সঙ্গে অভিযুক্ত হাসান আলীর ফেসবুকে পরিচয়ের কথা স্বীকার করে অপহরণকারীরা। পরে হাসানের পরামর্শে আলমগীর ও রুমন চৌধুরী মিলে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর আরও দুই বান্ধবিকে অপহরণ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, তিন মাদরাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আকতারুজ্জামান/এবিএস