খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক বলেছেন, উচ্চ আদালত থেকে আমি আমার প্রার্থিতা ফেরত পেয়েছি। গতকাল মার্কাও পেয়েছি। আমার মার্কা টেবিল ঘড়ি। আল্লাহর রহমতে খুলনাবাসীর ভালোবাসায় এটা সম্ভব হয়েছে। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী একজন মানুষ। নগরবাসীর খাদেম হিসেবে আল্লাহ যদি কবুল করেন তাহলে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। প্রার্থিতা বাতিল হওয়ায় আমি মোটেও বিচলিত হয়নি। হয়তো নগরবাসীর সেবা করার জন্য প্রার্থিতা ফেরত পেলাম।

বুধবার (৩১ মে) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসএম শফিকুর রহমান মুশফিক আরও বলেন, গরিব রিকশাচালক যেমন একজন মানুষ, তেমন একজন বড় অফিসারও আমার কাছে একজন মানুষ। সকলের সহযোগিতায় খুলনা সিটি একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলা সম্ভব। খুলনা আজ রাস্তায় চলাচলের অনুপযোগী একটি শহরে পরিণত হয়েছে। যানজটের শহর হতে চলেছে। একটু বৃষ্টি হলেই গোটা শহর খাল-বিলে পরিণত হয়। এসব সমস্যা নিয়ে কথা বলতে গেলে মানুষ ভয় পায়।

তিনি বলেন, পরিবর্তনের সময় এসেছে। এই সিটি আমাদের, আমাদেরই এই সিটি পরিবর্তন করতে হবে। আমি বিশ্বাস করি মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ। 

মোহাম্মদ মিলন/আরএআর