মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন একরামুল করিম চৌধুরী

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেছেন, নোয়াখালীতে সন্ত্রাস নেই, চাঁদাবাজ নেই; এজন্য আমি গর্ববোধ করি।

তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তান দূতাবাসের মাধ্যমে টাকা দিয়ে নুরাকে (সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর) মাঠে নামানো হয়েছে। তাদের মদদে এসব কর্মকাণ্ড করছে নুরা।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একরামুল করিম চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে আমার গর্বে বুক ফুলে যায়। আগে বিদেশে গেলে মানুষ বাংলাদেশকে চিনত না। এখন সবাই চেনেন এবং জানেন। শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এটি সম্ভব হয়েছে।

তিনি বলেন, আমি যদি দুই মাসের জন্য সরে যাই; তাহলে অমুক ভাই তমুক ভাই থাকবে না। তখন শুধু রক্ত চাই; রক্ত চাই হবে। ২২ বছর ধরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ চালাচ্ছি। এখন সুদিনে আওয়ামী লীগে অনেককেই দেখি। কিন্তু দুর্দিনে আমি কাউকে দেখিনি।

শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা, সদর উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।

হাসিব আল আমিন/এএম