গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক বন্ধু।
রোববার (৪ জুন) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারো বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- জেলার ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) ও একই এলাকার রমজান আলীর ছেলে মো. হাবিব (১৭)। এ সময় সাদিক নামের আরেকজন আহত হন। তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও হাবিব নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাদিক নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/এমজেইউ