বরগুনা সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, কম্পিউটার, ফ্রিজ, খাদ্যশস্য, কবুতর, মুরগিসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিংড়াবুনিয়া এলাকার মুদি ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে অসুস্থ থাকায় পরিবারসহ তিনি হাসপাতালে ছিলেন। খালি বাড়িতে আজ দুপুরে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতার কারণে চোখের সামনেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

তরিকুল ইসলাম রাজু নামে এক স্থানীয় ঢাকা পোস্টকে বলেন, লোডশেডিং চলছিল। বিদ্যুৎ আসার একটু পরই ঘরটিতে আগুন লেগে যায়। আমরা অনেক চেষ্টা করেও কোনো মালামাল উদ্ধার করতে পারিনি। আমি ৯৯৯-এ কল করেছিলাম। তবে এলাকায় প্রবেশপথের ব্রিজটি 
ভাঙা থাকায় ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছায়। আগুনে পুড়ে এই পরিবারটি একদম নিঃস্ব হয়ে গেল। এখন তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে।

ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের টিম লিডার আবদুস সামাদ আজাদ ঢাকা পোস্টকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটে। ঘরটি নতুন ছিল। ঘরে কম্পিউটার, ফ্রিজসহ অন্যান্য মালামাল ছিল, যা পুড়ে ছাই হয়ে গেছে।

খান নাঈম/এমজেইউ