বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন দাবদাহ কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুসারে ১২ জুন বরিশাল এবং খুলনায় আবহাওয়া পরিস্থিতি কাছাকাছি থাকবে। দুই স্থানেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হাল্কা বৃষ্টিপাত হতে পারে। ওইদিন তাপমাত্রা কমতে পারে।

এদিকে বরিশাল পাইলট বেলুন পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, আজকে সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রে মেঘমালার সৃষ্টি হওয়ায় আকাশ মেঘলা আছে। সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বরিশালে হাল্কা বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুসারে আগামী ১২ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সৈয়দ মেহেদী হাসান/আরকে