রাসিক নির্বাচন
নেতার কেন্দ্রীয় পদ না বলায় ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হট্টগোল
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে কেন্দ্রীয় পদবি না বলায় হট্টগোলের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিজেদের মধ্যে বাগবিতাণ্ডায় জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে তড়িঘড়ি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মেয়র প্রার্থী স্বপন।
শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ইশতেহার ঘোষণার দিন ছিল। এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু। এ সময় তিনি নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। তবে নাম ঘোষণার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা আবুল হোসেনের কেন্দ্রীয় পদ বলেননি সঞ্চালক মিন্টু। এ নিয়ে নিজেদের মধ্যে হট্টগোল শুরু হয়।
বিজ্ঞাপন
আবুল হোসেন দাবি করেন, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তার নাম বলেননি সালাউদ্দিন মিন্টু।’
সালাউদ্দিন মিন্টু বলেন, ‘আবুল হোসেন নিজেকে উপদেষ্টা দাবি করলেও তিনি কোনো পদে নেই। ইশতেহারে তার নাম ও পদবি কোনোটায় ছিল না। তাই বলিনি।’
বিজ্ঞাপন
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শামসুদ্দিন রিন্টু বলেন, ‘আবুল হোসেনের কেন্দ্রীয় যে পদ সেটি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা। এই পদটি বলেননি সঞ্চালক সালাউদ্দিন মিন্টু। এনিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সব সমাধান হয়ে গেছে। আমরা সবাই এক সঙ্গে বসে আছি।’
ইশতেহার ঘোষণার সময় এমন ঘটনায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন দুঃখ প্রকাশ করে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মনোনীত প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে বাংলাদেশের একটি মডেল সিটি হিসাবে গড়ে তোলাই আমার দীর্ঘদিনের স্বপ্ন। ইতোমধ্যে জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে আপনারা রাজশাহীর ব্যাপক উন্নয়ন দেখেছেন, আবারও নতুন সব স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।
এর আগে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জাতীয় পার্টির রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহিনুল আশিক/আরএআর