ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক সীমান্তে বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫৫) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) সকালে উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার নাগর নদীর তীরে সীমান্তের ৩৭৪ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জিন্নাত আলী রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে চেকপোস্ট কলোনি গ্রামের মো. আলমের ছেলে।

এলাকাবাসীর বরাতে রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গুলফামুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘাস কাটতে গেলে জিন্নাত আলীকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ ঢাকা পোস্টকে বলেন, দুপুরে জিন্নাত আলী জগদল সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ৩৭৪ নম্বর পিলার এলাকার কাঁটাতারের কাছে চলে যান। ওই সময় ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। 

এমএএস