সম্মেলন থেকে যুবদল নেতাকে গ্রেপ্তার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সম্মেলন থেকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন মঠখোলা বাজারে অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় যুবদলের এ নেতা উপস্তিত হলে কিছুক্ষণ পর তাকে গ্রেপ্তার করা হয়। পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
খন্দকার আল আশরাফ মামুন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি পাকুন্দিয়া উপজেলা এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা এলাকায়।
পাকুন্দিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রাকিবুল আলম ছোটন বলেন, আমরা জেলার নেতাদের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম চলমান রেখেছি। গতকাল এগারসিন্দু ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন চলছিল সেখানে আমাদের পাকুন্দিয়ার কৃতি সন্তান যুবদল কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন ভাই উপস্তিত হন। উনার নিজ ইউনিয়নের কর্মী সম্মেলন তাই তিনি উপস্থিত ছিলেন। কিন্তু পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ প্রোগ্রামে হঠাৎ হামলা চালিয়ে তাকে গ্রেপ্তার করে ও নেতাকর্মীর মাঝে আতঙ্ক তৈরি করে অবিলম্বে তার মুক্তি কামনা করছি এবং এই ন্যাক্কার ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই।
বিজ্ঞাপন
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, যুবদল নেতা মামুনকে ঢাকার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সে তার গ্রামের বাড়িতে এসেছে সেখানেও পুলিশের হামলা,তিনি বলেন দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে বর্তমান অগণতান্ত্রিক সরকার।
আরকে