খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ১০টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ জুন) রাতে ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নির্বাচিতরা হলেন
সংরক্ষিত ১নং ওয়ার্ডে মনিরা আকতার, ২নং ওয়ার্ডে সাহিদা আকতার, ৩নং ওয়ার্ডে রাফিজা আকতার, ৪নং ওয়ার্ডে খাদিজা সুলতানা, ৫নং ওয়ার্ডে মেমরী সুফিয়া রহমান শুনু, ৬নং ওয়ার্ডে রোজি ইসলাম নদী, ৭নং ওয়ার্ডে মাহামুদা বেগম, ৮নং ওয়ার্ডে কনিকা সাহা, ৯নং ওয়ার্ডে মাজেদা খাতুন ও ১০নং ওয়ার্ডে জেসমিন পারভীন জলি। 

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৮৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। এবারই প্রথম খুলনা সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ হয়েছে।

সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন ভোটাররা। প্রায় অনেক কেন্দ্রে ইভিএম ধীরগতিতে কাজ করেছে বলে অভিযোগ করেন ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এ নির্বাচনে সাধারণ ৩১টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৩৬ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক।  

মোহাম্মদ মিলন/এনএফ