আ.লীগের লুটপাটের মাশুল সাধারণ মানুষকে দিতে হচ্ছে : মুক্তাদির
আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের মাশুল দেশের সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (১৩ জুন) সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করলেও দেশে এখন বিদ্যুৎ যায় না বরং মাঝে মাঝে আসে। অবৈধ ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। আদর্শিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী সকল স্বৈরাচারী সরকারকেই কঠোর পরিণতি বরণ করতে হয়েছে। আওয়ামী লীগের জন্যও কঠিন পরিণতি অপেক্ষা করছে। পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।
বিজ্ঞাপন
১০ দফা দাবিতে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচি বিকেল ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে উপশহরের রোজভিউ পয়েন্টে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
মাসুদ আহমদ রনি/আরএআর