দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন হওয়ায় আনন্দ র‍্যালি করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার বিকেলে দলটির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-০১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুনাম, ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলামসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও এসে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নেতাকর্মীরা। 

আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী বলেন, আমাদের যে আশা আকাঙ্ক্ষা এই এলাকার মানুষের যে প্রত্যাশা নতুন প্রজন্মের সেটি বাস্তবায়ন হবে। ঠাকুরগাঁওয়ে জনসভায় এসে প্রতিশ্রুতি দেওয়ায় জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ। 

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, এখন থেকে দিনাজপুর, রংপুর ও ঢাকা যেতে হবে না। আমাদের ছেলে মেয়েরা বাড়ির পাশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। এখানে প্রায় ৫০ হাজার ছেলে মেয়েকে পড়াশুনা করতে পারবে। বিশ্ববিদ্যালয় চালু হওয়ার সাথে সাথে আমাদের জেলা আরও উন্নত জেলায় পরিণত হবে। আজকে আমরা এত সাফল্য অর্জন করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আপনারা এক হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।

তিনি বলেন, আমাদের ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও-ঢাকা রেল, ঠাকুরগাঁও-পীরগঞ্জ-রানীশংকৈল মহাসড়ক প্রস্তুতকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল হয়ে গেছে। শুধু মাত্র আইটি পার্ক, কর্মজীবী মহিলা হোস্টেল ও ২/১টি কাজ বাকি রয়েছে, সেগুলোও হয়ে যাবে। করোনা মোকাবিলা করেও আমরা উন্নয়ন পিছিয়ে রাখিনি। আমাদের রাস্তাঘাট প্রায় ৮শ থেকে ৯শ কিলোমিটার হয়ে গেছে। আমাদের রাস্তাগুলো আজ অনেক উন্নত, ৪ লেনের রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এবং উন্নত দেশে পরিণত হতে চলেছে। 

উল্লেখ্য, ২০১৮ সালে ২৯ মার্চ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় এসে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন-২০২২ খসড়া অনুমোদন হয়। গত ১২ জুন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ সেটি চূড়ান্ত অনুমোদন হয় ।

আরিফ হাসান/এমএ