সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (১৭ জুন) দুপুর সিলেটের মির্জাজাঙ্গালে হোটেল নির্ভানা ইনে তিনি ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণার শুরুতে আনোয়ারুজ্জামান মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, সব মুক্তিযোদ্ধা, ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদ এবং জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এরপর তিনি আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়নয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। সিলেটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দকেও সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সিলেটের প্রয়াত সব নেতৃবৃন্দের প্রতিও শ্রদ্ধা জানান। 

আনোারুজ্জামান চৌধুরীর ২১ দফা নির্বাচনী ইশতেহার হচ্ছে- স্মার্ট নগরভবন গড়া, সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট গড়া, জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন, নিরাপদ স্বাস্থ্যকর সিলেট গড়া , দুর্যোগ মোকাবিলায় সচেতনতা সৃষ্টি, শিক্ষা ও সংস্কৃতিবান্ধব সিলেট, নারীবান্ধব সিলেট, ব্যবসা বান্ধব সিলেট গড়া, পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা, সচল সিলেট, মানবিক উন্নয়নে সিলেট, প্রবাসী বান্ধব সিলেট, সম্প্রীতির সিলেট, পর্যটনবান্ধব সিলেট গড়া, অপরাধ নির্মূল, অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট, নাগরিক বান্ধব সিলেট, তারুণ্যের সিলেট ও প্রযুক্তির সিলেট গড়া।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ১৪ দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুদ আহমদ রনি/আরএআর