কুমিল্লায় স্যানিটারি মিস্ত্রি রানা হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৮ জুন) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা নগরীর সাতরা চম্পকনগর এলাকার জুয়েল, শুভ, কাজল, শিপন, মোর্শেদ, আলাউদ্দিন এবং রিপন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার বাদল, ইকবাল, জহিরুল ইসলাম, আনোয়ার ও সোহেল। 

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইকবাল এবং বাদল ছাড়া বাকি আসামিরা উপস্থিত ছিলেন। 

কুমিল্লার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, ২০০৬ সালের পহেলা মে পূর্বশত্রুতার জেরে কুমিল্লা নগরীর চম্পকনগর এলাকার স্যানিটারি মিস্ত্রি রানাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর খান ছয়জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী তদন্তে আরও দশজনকে আসামি করে মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য আমলে নিয়ে আদালত আজ এ রায় দেন। রায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা, পাঁচজনকে যাবজ্জীবন ও ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

আরিফ আজগর/এমজেইউ