স্বস্তির বৃষ্টিতে ভিজতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
স্বস্তির বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে সাহাবুল হোসেন (২৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) বিকেল ৫টায় নগরীর হেতেম খাঁ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাহাবুল হোসেন রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৫টায় নগরীর হেতেম খাঁ এলাকার মায়া হোস্টেলের ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে আহত হন সাহাবুল। সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
এদিকে, টানা কয়েক দিনের তীব্র গরম আর লোডশেডিংয়ে অনেকটা বেগতিক অবস্থা মানুষের। এমন অবস্থা থেকে মুক্তির জন্য সবাই বৃষ্টির অপেক্ষায় ছিল। অবশেষে স্বস্তির বৃষ্টি মিলেছে। ফলে গরম অনেকটাই কমে এসেছে।
রোববার বিকেল ৪টা ৫ মিনিটে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়, চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক রাজিব খান ঢাকা পোস্টকে বলেন, রাজশাহীতে বিকেল ৪টা ৫ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়, সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্টি ছিল। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে।
শাহিনুল আশিক/এমজেইউ