দুর্ঘটনাকবলিত ট্রাক

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে আগুন লেগে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকের এক হেলপার। রোববার (২৮ মার্চ) ভোরে বগুড়া-হাটিকুমরুল সড়কের চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালক মদন চৌহান (৪৫) বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোর গ্রামের বাসিন্দা।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বগুড়া থেকে মুরগির খাদ্যবাহী ঢাকাগামী ট্রাক চান্দাইকোনা এলাকায় পৌঁছায়। এ সময় নরসিংদী থেকে আসা বগুড়াগামী কাপড় বোঝাই ট্রাকের চাকা ব্লাস্ট হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ঢাকাগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। 

এতে দুটি ট্রাকের ইঞ্জিনেই আগুন ধরে যায়। এ সময় মুরগির খাদ্যবোঝাই ট্রাকের চালক মদন দগ্ধ হয়ে মারা যান। আহত হেলপারকে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় দুটি ট্রাকসহ মালামাল পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কিছুক্ষণের মধ্যেই মামলা হবে।

শুভ কুমার ঘোষ/এসপি