মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাশি দয়ারামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে গিয়ে যমুনা নদীতে রাইফেল হারিয়ে ফেলেছেন পুলিশের এক সদস্য। রাইফেলটি উদ্ধারে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরিদল অভিযান চালাচ্ছে।

সোমবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন জানান, দুপুরের দিকে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যমুনা নদীতে মোবাইল কোর্টে অবৈধ ড্রেজার জব্দ করেন। এসময় এক পুলিশ সদস্যের রাইফেল নদীতে পড়ে যায়।

এ বিষয়ে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. মুজিবর রহমান জানান, দুপুরের দিকে পুলিশের রাইফেল উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ শুরু করেছে। দলের তিনজন ডুবুরি, দুইজন ফায়ার ফাইটার ও একজন টিম লিডার রয়েছেন। 

এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার ও দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কল রিসিভ না কারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সোহেল হোসেন/এমএএস