রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, এই নির্বাচনে বিএনপির প্রার্থী না দেওয়া ভুল সিদ্ধান্ত। প্রার্থী দিলে তারা তাদের অবস্থান বুঝতে পারত। জনপ্রিয়তা থাকলে তাদের প্রার্থী নির্বাচিতও হতে পারতেন।

বুধবার (২১ জুন) সকাল সোয়া ৯টায় নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে সপরিবারে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি সমর্থকদের ভোট কে পাবেন জানতে চাইলে লিটন বলেন, বিএনপির ভোট মেয়র পদে আসলে কে পাবে সেটা বলা মুশকিল। তবে রাজশাহী শহরের উন্নয়নের স্বার্থে তাদের কিছু ভোট আমি পাব বলে আশা করছি।

জাতীয় পার্টি অংশ নিলেও দলটির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের ইভিএম নিয়ে আপত্তি থাকায় তিনি ঠিকমতো প্রচারণা চালাননি বলে জানা গেছে। এ বিষয়ে লিটন বলেন, জাতীয় পার্টি তাদের সাধ্যমতো ঠিকই প্রচার-প্রচারণা চালিয়েছে।

খায়রুজ্জামান লিটন যে কেন্দ্রের ভোটার, সেখানে সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একেক এলাকার মানুষের অভ্যাস একেক রকম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানেও ভোটার বাড়বে। এছাড়া আমি সকালে খবর পেয়েছি দু-একটি কেন্দ্রে ইভিএমের কারণে ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে। আশা করি বিষয়টি নির্বাচন কমিশন দেখবে এবং সমস্যার সমাধান করবে।

এই নির্বাচনে অন্তত ৬০ ভাগ ভোটার উপস্থিত হবেন বলে আশা করছেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১২ জন। আর সংরক্ষিত নারী আসনের ১০টি ওয়ার্ডে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাসিকে এবার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার রয়েছে। এর মধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন ও তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার ৬ জন।

জুবায়ের জিসান/এমজেইউ