হাসনা বানু

সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের দক্ষিণ কাজলশাহ এলাকার বাসিন্দা হাসনা বানু (৯০)। ভোট দিতে এসেছেন মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জীবনে অনেকবার ভোট দিলেও এইবারই প্রথম ভোট দিলেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

বুধবার (২১ জুন) দুপুরে ভোট দিয়ে হাসিমুখে মেয়েকে নিয়ে বের হয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, ‘খুব সহজেই ভোট দিয়ে এলাম। এইবারই প্রথম এ ধরনের অভিজ্ঞতা (ইভিএম) হয়েছে।’ 

হুইলচেয়ারে ভোট দিতে এসেছেন আমেনা বেগম। ভোট শেষে হাসিখুশি অবস্থায় ঢাকা পোস্টকে বলেন, ‘এইবার মেশিনে ভোট দিয়েছি। ভোট খুব তাড়াতাড়ি হয়ে যায় মেশিনে। আগে সিল মারা কাগজ ভাঁজ করার ঝামেলা ছিল। এখন সেটা নেই।’

আমেনা বেগম

এবার সিলেটে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙল), জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), মো. শাহ জাহান মিয়া (বাস) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)। তবে আগেই নির্বাচন বর্জন করে মাঠ ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী।

এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৭২ জন, আর ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮৭ জন প্রার্থী। এবার সিলেট সিটির মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ৬ জন।

মাসুদ আহমদ রনি/এমজেইউ