বর্জনের পরও রাজশাহী নির্বাচনে দ্বিতীয় হাতপাখা
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন বর্জন করেও দ্বিতীয় হয়েছেন হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী মুরশিদ আলম। তিনি ভোট পেয়েছেন ১৩ হাজার ৪৮৩টি।
বুধবার (২১ জুন) রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন অনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত নির্বাচনের ফলাফলে এই তথ্য জানা গেছে। মুরশিদ আলম গত ১২ জুন রাজশাহী নগরীর শিরোইল এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে জানা গেছে, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০টি। লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট।
হাতপাখা প্রতীকের প্রার্থী মুরশিদ আলম বলেন, ভোট বর্জনের পরও আমরা অনেক ভোট পেয়েছি। মানুষ আমাদের হাতপাখায় ভোট দিয়েছেন। নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারলে আমরা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যেতাম।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, রাসিক নির্বাচনে ভোট পড়েছে ৫৬ দশমিক ২০ শতাংশ। এছাড়া বাতিলকৃত ভোটের সংখ্যা ২০৭০টি। এর আগে বুধবার সকাল ৮টায় রাসিকের ৩০টি ওয়ার্ডে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
শাহিনুল আশিক/আরকে