সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উত্তরবঙ্গগামী একটি বাসের হেলপারকে পুলিশ মারধর করায় বাস বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেমন কোনো কারণ ছাড়াই কথা কাটাকাটির একপর্যায়ে হাইওয়ে পুলিশের এক সদস্য রংপুরগামী বাসচালকের সহকারীকে (হেলপার) লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। এতে ওই ব্যক্তি দুই পায়ে আঘাতপ্রাপ্ত হন। এ সময় বাসের যাত্রী ও স্থানীয়রা পুলিশ সদস্যকে ঘেরাও করলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) মনিরুল ইসলাম যানজটের বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, একটি তুচ্ছ ঘটনা নিয়ে দুপুর ১২টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে মহাসড়কে যানবাহনের চাপ আছে, তবে যানজট নেই। যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে পরে এসেছি। এসে তাকে পাইনি। সেজন্য তার নাম বলতে পারছি না।

চালকের সহকারীকে হাইওয়ে পুলিশের এক সদস্য কেন মারধর করেছেন এ ব্যাপারে জানতে চাইলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর ঢাকা পোস্টকে বলেন, মারধরের বিষয়টি আমি শুনেছি। আমাদের এডিশনাল আইজি স্যার আসছেন। আমি সেটা নিয়ে ব্যস্ত আছি। এ ব্যাপারে পরে জানানো হবে। 

শুভ কুমার ঘোষ/আরএআর