নাটোরের লালপুরে মাটিবোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানযাত্রী দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুর উপজেলার নতুনপাড়া গ্রামের জলিল খামারুর স্ত্রী আফিয়া মোরকয়া (৫৫) এবং একই এলাকার ইনসার আলীর স্ত্রী ইনজিরা (৫০)।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, শনিবার দুপুরে একটি ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নিয়ে বিলমাড়ীয়া বাজার থেকে লালপুরে যাচ্ছিল। এ সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় ভ্যানটি পৌঁছালে বিলমাড়ীয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবোঝাই ট্রলি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা আফিয়া নামে এক যাত্রী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

তিনি আরও জানান, এরই মধ্যে মাটিবোঝাই ট্রলিটি জব্দ করেছে পুলিশ। ট্রলির দুই সহকারীকেও আটক করা হয়েছে। তবে ট্রলিচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

তাপস কুমার/আরএআর