রাজবাড়ীতে দুই সন্তানের জননীকে ধর্ষণের দায়ে কবিরাজ ও তার সহকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৫ জুন) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ সাব্বির ফয়েজ এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ (৫২) ও তার সহযোগী চর বাগমারা গ্রামের মৃত মুনছুর বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৩৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ এপ্রিল ভুক্তভোগী গৃহবধূ অসুস্থ হলে তার মা স্থানীয় একটি বাজার থেকে ওষুধ আনেন। ওষুধে কাজ না হওয়ায় তার মা কবিরাজ মান্নান গাইনকে বাড়িতে ডাকেন। ওই বছরের ১২ এপ্রিল রাতে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ ওই নারীর বাড়িতে এসে তাকে ঝাড়ফুঁক করেন এবং রোগ থেকে মুক্তি পেতে ওই রাতেই স্থানীয় তিন রাস্তার মোড়ে নিয়ে যান। পরে সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে একই বছরের ১৫ এপ্রিল রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার আব্দুস সাত্তার বলেন, আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মীর সামসুজ্জামান/এমজেইউ