বুড়িমারী স্থলবন্দর

পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত) ও ভারতে হোলি উৎসব উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদশ ও ভারতের মধ্যে সকল পণ্য আমদানি-রপ্তানি দুই দিনের জন্য বন্ধ থাকবে।

সোমবার (২৯মার্চ) সকালে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় পত্র বিনিময়ের মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন ও সরকারি সিদ্ধান্তে সোমবার ও মঙ্গলবার স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়। পরদিন বুধবার থেকে বন্দরের কার্যক্রম চলবে বলে জানায়।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, পবিত্র শবে বরাত (লাইলাতুল বরাত) ও ভারতে হোলি উৎসব উপলক্ষে  দুই দিনের জন্য চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ও বুড়িমারী স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

নিয়াজ আহমেদ সিপন/ এমআইএইচ