ট্রেনের ছাদে ঈদযাত্রা, প্রাণ গেল গার্মেন্টস শ্রমিকের
ফাইল ছবি
পরিবারের সঙ্গে ঈদ করতে জামালপুর কমিউটার ট্রেনের ছাদে বাড়ি ফিরছিলেন গার্মেন্টস শ্রমিক আলমগীর (৩২)। তবে বাড়ির কাছাকাছি এসে রেলওয়ে ব্রিজের ওপরের রেলিংয়ের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। নিহত আলমগীরের বাড়িতে চলছে শোকের মাতম।
গতকাল মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজের ওপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদেই মৃত্যু হয় আলমগীরের।
বিজ্ঞাপন
নিহত আলমগীর দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ সাপমারি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে বাড়ি ফিরছিলেন। মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজে পৌঁছালে অসাবধানতাবশত ব্রিজের ওপরের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে আলমগীরের। এ সময় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ট্রেনের ছাদেই মারা যান তিনি।
বিজ্ঞাপন
নিহত আলমগীরের বাবা আব্দুল খালেক বলেন, ঈদ করার জন্যই বাড়িতে আসছিল আমার ছেলে। গাড়িতে ওঠার আগে ফোন দিয়েছিল। গাড়ির ভেতরে অনেক ভিড় ছিল তাই ট্রেনের ছাদে উঠছিল।
বাড়ির কাছাকাছি এসে দুর্ঘটনা ঘটলো।
দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ছাদে বাড়ি ফিরছিলেন আলমগীর। ঝিনাই ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।
রকিব হাসান নয়ন/আরএআর