যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী পাশাপোল ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টায় অনুষ্ঠিত এই ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মো. মোফাজ্জল হোসেন। নামাজ শেষে খুতবা পাঠ করেন মাওলানা মো. মুনতাসীর বিল্লাল।

প্রায় ১৫০০ মুসল্লির উপস্থিতিতে আশপাশের কয়েকটি গ্রাম মিলিয়ে পাশাপোল ইউনিয়নের এই ঈদের জামাতটি অত্র এলাকার সবচেয়ে বড় জামাত।

ঈদের নামাজে পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান মো. অবাইদুল ইসলাম সুবজসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। খুতবা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

নামাজ শেষে মহান আল্লাহর সন্তষ্টির আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসরমানরা। ‘ত্যাগের মাধ্যমে আনন্দ’ এই বিশ্বাসে মুসলমানরা আর্থিক সামর্থ্য অনুযায়ী কেনা গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করেন। 

এসআই রাজ/আরএআর