লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অংশ নেন। অধিকাংশ লাঠিতেই জাতীয় পতাকা লাগানো ছিল। 

শনিবার (১ জুলাই) বিকেলে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ মিছিলের আয়োজন করা হয়। 
 
মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী শহরের উত্তর তেমুহনীর দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাজার ব্রিজ এলাকায় পুলিশের বাধায় তারা দক্ষিণ তেমুহনির দিকে যান। সেখানেও পথে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। এতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা'। 

জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমানের নেতৃত্বে এতে বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফেরদৌস আহমেদ মানিক, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, যুবদল নেতা রেজাউল করিম লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন কবির স্বপন, হারুনুর রশিদ, কৃষকদল নেতা মাহবুব আলম মামুন, মোস্তাফিজুর রহমান সোহেল, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, গত ২৯ জুন সদর হাসপাতালে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম হামলার শিকার হন। ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ ছাত্রদলের। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ইব্রাহিমের মোবাইল ফোন নিয়ে গেছেন বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই দিন রাতে প্রতিবাদ মিছিল করে জেলা ছাত্রদল। তবে ছাত্রলীগ বিষয়টি অস্বীকার করেছে। 

হাসান মাহমুদ শাকিল/আরএআর