আগুনে পুড়ল খামার, গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মালিক
পটুয়াখালীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি খামারের ৪টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন খামার মালিক। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
রোববার (১ জুলাই) গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের পিরতলা গ্রামে জাহাঙ্গির খলিফার ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। অন্তত দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
খামারি জাহাঙ্গীর খলিফা পিরতলা গ্রামের দলিল উদ্দিন খলিফার ছেলে। জাহাঙ্গীর দীর্ঘদিন দিনমজুর ও রিকশা চালিয়ে সংসার চালাতেন। বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে তিনি একটি গরুর খামার করেন। তার ফার্মে প্রতিদিন ৪০ লিটার দুধ উৎপাদন হতো। যা তিনি নিজে নিয়মিত পটুয়াখালী শহরের পুরান বাজারে বিক্রি করতো। তবে হঠাৎ করেই আগুনে পুড়ে গরুগুলো মারা যাওয়ায় খামারি জাহাঙ্গির এখন অসহায় হয়ে পড়েছেন।
বিজ্ঞাপন
জাহাঙ্গির বলেন, আমার আর কিছু রইলো না। এই খামার থেকেই যা আয় হতো তা দিয়ে আমার সংসার এবং ছেলে মেয়ের লেখাপড়া চলতো। সবে মাত্র একটু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা শুরু করেছিলাম, তবে এক রাতেই সব শেষ।
পটুয়াখালী জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, জাহাঙ্গির একজন সফল খামারি ছিল। সে নিজের খামারে উৎপাদিত দুধ নিজেই বাজারে বিক্রি করতো। তার এই ক্ষতি সে একা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবেন না। সরকার এবং সমাজের বৃত্তবানদের জাহাঙ্গিরের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ জানাব।
বিজ্ঞাপন
পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ সকালেও পুলিশের একটি টিম ওই এলাকায় কাজ করছে। ঘটনার আসল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
মাহমুদ হাসান রায়হান/আরকে