জাতির পিতার সমাধিতে রাজশাহী সিটি মেয়রের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সকল কাউন্সিলর শ্রদ্ধা জানিয়েছেন।
সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে তেমন শিল্পায়ন হয়নি। বাণিজ্যও তেমন নেই। সেই ক্ষেত্রগুলো তৈরি করে সেখানে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনেকগুলো কাজ করে দিয়েছেন। তার মধ্যে হাইটেক পার্ক ও বিসিকের কাজ সম্পন্ন হয়েছে। এখন উদ্যোক্তাদের নিয়ে সেখানে পুঁজি বিনিয়োগ করে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা। সে কাজটি করতে পারবো বলে মনে করছি। এছাড়া ওই অঞ্চলে যে পরিমাণ কৃষিজাত পণ্য উৎপাদন হয় তা প্রক্রিয়াজাত করে দেশে-বিদেশে রপ্তানি করার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আমার হাতে পাঁচ বছর সময় আছে। এই পাঁচ বছরে আমি ধাপে ধাপে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি অবশ্যই সহযোগিতা করবেন। তার সহযোগিতা ছাড়া এ কাজ সম্পন্ন করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের রাজশাহীতে গরমের সময় বেশি গরম ও শীতের সময় বেশি শীত থাকে। এটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, এমনকি করছিও। প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে ঋতুকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এছাড়া পুকুর কিংবা জলাশয় বন্ধ করতে না দিয়ে নতুন করে তৈরি করে সেখানে একটা ভারসাম্য আনার চেষ্টা করছি। এ চ্যালেঞ্জটি মানুষের দ্বারাই মোকাবিলা করা সম্ভব। আমরা সেটাই করছি।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীর নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ সকল কাউন্সিলর টুঙ্গিপাড়ায় পৌঁছান। এ সময় রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে রাসিক মেয়রের নেতৃত্বে একে একে সকলেই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স ভবনে রক্ষিত বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন মেয়র খায়রুজ্জামান লিটন।
এমজেইউ