মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় চার ফার্মেসিকে জরিমানা
নোয়াখালীর কবিরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার পুলিশ সদস্যরা।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধের দোকানগুলোতে অবৈধ ও নকল ওষুধ বিক্রির অভিযোগ পায় উপজেলা প্রশাসন। পরে বুধবার রাতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে সেবা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, ইসলামিয়া ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, নুর ফার্মেসিকে দুই হাজার ও হোসেন ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ পূর্বক জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কবিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, ফার্মেসিগুলোতে বেশিরভাগ মেয়াদোত্তীর্ণ ওষুধ। এসব ওষুধ মানবদেহের জন্য সব থেকে বেশি ক্ষতিকর। তাই চারটি ফার্মেসিকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ফার্মেসিগুলো থেকে বিক্রয় নিষিদ্ধ জব্দ করা অবৈধ ওষুধ সবার উপস্থিতিতে ধ্বংস করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/এমজেইউ