ভোলার চরফ্যাশনে বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. রুবেল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (০৫ জুলাই) বিকেলে উপজেলার দুলারহাট থানার মুন্সীরহাট এলাকায় ব্রিজে মোটরসাইকেল নিয়ে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল পার্শ্ববর্তী লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার মৃত শাহজাহানের ছেলে। রুবেলের এক পুত্র সন্তান রয়েছে। 

রুবেলের চাচাতো ভাই মো. কামরুল হাসান বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় বোনের বাড়িতে দাওয়াত খেতে যান রুবেল। দাওয়াত খাওয়া শেষে বিকেলের দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দুলারহাট থানার মুন্সীরহাট এলাকার ব্রিজে উঠতে গিয়ে ছিটকে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
এরপর খবর পেয়ে পুলিশ রুবেলের মরদেহটি দুলারহাট থানায় নিয়ে যায়।

দুলারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রুবেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। 

আবদুল হান্নান/এসপি