পটুয়াখালীতে লঞ্চে কর্মস্থলমুখী মানুষের ভিড়
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের হাজারো যাত্রী। শুক্রবার (৭ জুলাই) লঞ্চগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকেই লঞ্চগুলোতে ভিড় করছেন।
ঈদুল আজহার অষ্টম দিনে পটুয়াখালী লঞ্চঘাট থেকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী দেখা গেছে।
বিজ্ঞাপন
আউলিয়াপুর ইউনিয়নের মেহেদী হাসান বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম, এখন আবার ঢাকায় ফিরে যাচ্ছি। ছুটি শেষ তাই কর্মস্থলে আবারও ফিরে যেতে হবে। আবার কবে যে বাড়িতে আসবো সেটা বলতে পারি না। লঞ্চ ভ্রমণ আমার খুব প্রিয়, সব সময়ই লঞ্চে করে ঢাকায় যাতায়াত করি।
গার্মেন্টস কর্মী মৌসুমী আক্তার বলেন, আগামীকাল সকালে গার্মেন্টস খুলবে। এতদিন ঈদের ছুটিতে বাড়িতেছিলাম এখন আবার চাকরিতে ফিরে যাচ্ছি। আমি আসার সময় গাড়িতে এসেছিলাম, এখন লঞ্চে করে যাচ্ছি। লঞ্চ ভ্রমণ আমার খুব ভালো লাগে।
বিজ্ঞাপন
পূবালী-১২ লঞ্চের সুপারভাইজার ইকবাল মাহমুদ বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রীদের চাপ একটু বেশি। আমরা সব সময়ই যাত্রীদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকি। যাতে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। লঞ্চগুলোতে এখন যাত্রীর সংখ্যা একটু বেশি। সব সময় এ রকম থাকে না। আগামীকাল গার্মেন্টস খুলবে, তাই আজকে যাত্রীর সংখ্যা অনেক বেশি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মামুনুর রশিদ বলেন, যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত আছি। আজ যাত্রীদের সংখ্যা একটু বেশি যার কারণে পাঁচটি লঞ্চ ছেড়ে যাচ্ছে। কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি।
মাহমুদ হাসান রায়হান/এএএ