কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের ভেতরে কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় প্রায় ৬ ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পুলক কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, কিছু অব্যবহার যোগ্য কাঠের স্তূপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও বিশাল এলাকাজুড়ে হওয়ায় কিছু কিছু অংশে আগুন পুনরায় জ্বলে ওঠার শঙ্কা আছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই। 

এ বিষয়ে জানতে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

সাইদুল ফরহাদ/আরএআর