পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণিকক্ষ গেস্ট হাউস বানিয়ে নিয়মিত পর্যটকদের কাছে ভাড়া দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি- ভাড়া দেওয়ার উদ্দেশ্যে শ্রেণিকক্ষকে গেস্ট হাউস বানানো হয়নি। চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল হাই শ্রেণিকক্ষ ভাড়া দিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়টি সাইক্লোন সেল্টারসহ নির্মাণ করা হয়। সুনামের সঙ্গে বিদ্যালয়টি এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। তবে বেশ কয়েক বছর ধরে বিদ্যালয়ের একটি ভবনকে গেস্ট হাউস বানিয়ে নিয়মিত পর্যটকদের কাছে ভাড়া দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গেস্ট হাউসের নাম দেওয়া হয়েছে কুয়াকাটা বি.বি গেস্ট হাউস। 

গতকাল রোববার (৯ জুলাই) বিকেলে স্কুল চলাকালে আগত পর্যটকদের স্কুলের মধ্যে ধূমপান করতে দেখেন স্থানীয়রা। এরপর বিষয়টি জানাজানি হয়। পর্যটকদের কাছে জানতে চাইলে তারা জানান, স্কুলের স্টাফ তাদেরকে ডেকে নিয়ে এখানে রুম ভাড়া দিয়েছে। বিষয়টি নিয়ে তারাও বিব্রত। তাদের যে রুমের চাবি দেওয়া হয়েছে তাতে চাবির রিংয়ে কুয়াকাটা বি.বি গেস্ট হাউস লেখা রয়েছে। এ ছাড়াও কুয়াকাটা বি.বি গেস্ট হাউস নামে রুমের সামনে সাইনবোর্ড দেওয়া আছে। 

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল হাইয়ের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। 
 
 এ বিষয়ে জানতে চাইলে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, স্কুলের রুম ভাড়া দেওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। তবে গতকাল শুনেছি আমার স্কুলের যে দারোয়ান রয়েছেন তিনি ভাড়া দিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে পর্যটকদের নামিয়ে দিয়েছি। আজ সকালে আব্দুল হাইকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে ।
 
ক্লাস রুমকে গেস্ট হাউস হিসেবে ব্যবহার করার কোনো আইন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মূলত বিভিন্ন সময় শিক্ষা বিভাগ থেকে অনেক কর্মকর্তারা কুয়াকাটায় আসেন, তাদের জন্য অনেক সময় রুম পাওয়া যায় না। সে কারণে মূলত গেস্ট হাউস হিসেবে কয়েকটি রুম করা হয়েছে। এগুলো কখনো সাধারন মানুষের কাছে ভাড়া দেওয়া হয় না।

 প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়টির মোট চারটি কক্ষকে গেস্ট হাউস বানানো হয়েছে। যার দুটি কক্ষে দুইজন শিক্ষক নিয়মিত থাকছেন এবং দুটি কক্ষে অতিথিরা আসলে তারা থাকেন। আর এই বিষয়গুলো ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক করা হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, কোনো আইনে স্কুলের ক্লাসরুম গেস্ট হাউস অথবা আবাসিক হোটেল বানানোর বৈধতা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।  পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ রকম গেস্ট হাউস কুয়াকাটাতে রয়েছে বিষয়টি আমার আগে কখনো জানা ছিল না।

মাহমুদ হাসান রায়হান/আরএআর