ভূল্লী থানার ওসির বদলি
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান ওরফে আতিককে বদলি করা হয়েছে। বর্তমানে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ওআর হিসেবে রাখা হয়েছে। সোমবার (১০ জুলাই) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন বলেন, নিয়ম অনুযায়ী ভূল্লী থানার ওসিকে বদলি করা হয়েছে। তবে এখনও তাকে কোনো থানায় পোস্টিং দেওয়া হয়নি। পরবর্তী নোটিশের অপেক্ষায় আছেন। বর্তমান সাধারণ ওআর হিসেবে সংযুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে ভূল্লী থানার বিদায়ী ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, ওসির দায়িত্বে থাকাকালীন বিনা অপরাধে ও ওয়ারেন্ট ছাড়া বিভিন্ন সময়ে অনেক নারী-পুরুষকে তুলে এনে হয়রানি করেছেন। শুধু তাই নয়, মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকাও নিয়েছেন। এ নিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগও দেওয়া হয়।
তবে সদ্য বদলি হওয়া ওসি একেএম আতিকুর রহমানের ব্যাপারে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় ও ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
এসপি জাহাঙ্গীর হোসেন বলেন, নিয়ম অনুযায়ী ভূল্লী থানার ওসিকে বদলি (ওআর) করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। বদলির আদেশ রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে হয়েছে।
অন্যদিকে রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, তাকে (ওসি) প্রত্যাহার নয় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি।
বদলি আদেশ ডিআইজি কার্যালয় থেকে নাকি ঠাকুরগাঁও জেলা পুলিশ থেকে দেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে যোগোযোগ করতে বলেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন বিদায়ী ওসি একেএম আতিকুর রহমান। সেখানে তিনি লিখেছেন, আমি পুলিশ পরিদর্শক এ.কে.এম আতিকুর রহমান (আতিক) দীর্ঘ প্রায় ৭ মাস যাবত ভূল্লী থানায় প্রথম অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলাম। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য কতটা পালন করতে পেরেছি সেটার মূল্যায়ন আপনারা করবেন। পুলিশের চাকুরিতে বদলি একটি প্রচলিত নিয়ম, সে নিয়মে আমারও বদলি হয়েছে। আমার কাজেকর্মে কেউ কোনো প্রকার মনে কষ্ট পেয়ে থাকলে আশা করি সেটা নিজ গুণে ক্ষমা করবেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে যাত্রা শুরু হয় নবগঠিত ভূল্লী থানার। সেখানকার প্রথম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন একেএম আতিকুর রহমান। গত সোমবার (৩ জুলাই) তাকে সেখান থেকে বদলি করা হয়।
ফরহাদুজ্জামান ফারুক/আরকে