রশি ছিঁড়ে ৪০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেল জাহাজ
পশুর নদীতে রশি ছিঁড়ে ৪০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে গেল জাহাজ
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে অতিরিক্ত স্রোতের চাপে রশি ছিঁড়ে ৪০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি ইফসিয়া মাহিন নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে বন্দর জেটির পাশের কাটাখালী এলাকায় জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের নয়জন স্টাফ ও একজন নিরাপত্তাকর্মী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
বিজ্ঞাপন
এমভি ইফসিয়া মাহিন কার্গো জাহাজের মাস্টার মো. শাহ আলম বলেন, যশোরের নওয়াপাড়া যাওয়ার উদ্দেশে মোংলা বন্দরের হাড়িবাড়িয়ার ৬ নম্বরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে ২৮ মার্চ সকালে আমাদের জাহাজে কয়লাবোঝাই করি। প্রায় ৪০০ মেট্রিক টন কয়লাবোঝাই শেষে মঙ্গলবার সকাল ৯টার দিকে পশুর নদীর বানীশান্তা বাজার বয়ায় অবস্থান নিই।
মঙ্গলবার দুপুরে প্রচণ্ড পানির স্রোতে বয়া থেকে কার্গো জাহাজে বাঁধা রশি ছিঁড়ে যায়। এ সময় এমভি ইফসিয়া মাহিনসহ ১০-১২টি জাহাজ বয়া থেকে ছুটে যায়। সেসময় জাহাজগুলো দুর্ঘটনা এড়াতে যে যার মতো নিরাপদে সরে যায়।
বিজ্ঞাপন
এ সময় একটি জাহাজের সঙ্গে ইফসিয়া মাহিনের ধাক্কা লাগে। এতে ইফসিয়া মাহিনের বাম পাশ ফেটে যায়। সেই সঙ্গে জাহাজটি স্রোতের টানে ভাসতে ভাসতে বানীশান্তা থেকে কাটাখালী এলাকায় গিয়ে ডুবে যায়। তবে জাহাজের স্টাফ ও নিরাপত্তাকর্মী সাঁতরে তীরে উঠে যান।
এর আগে ২৭ ফেব্রুয়ারি রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৮৪৮ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি বিবি-১১৪৮ নামক একটি কার্গো জাহাজ।
তানজীম আহমেদ/এএম