নিহত আনোয়ার হোসেন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে শোকেসের কাচে গলা কেটে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে তার মৃত্যু নিয়ে পরিবার, প্রতিবেশী ও ইউপি চেয়ারম্যান ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। 

নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি একই গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে স্ট্রোক করেন আনোয়ার হোসেন। এরপর থেকে তিনি অসুস্থ। একদিন আগেও তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার দুপুরে ঘরের মধ্যে পড়ে গিয়ে শোকেসের কাচ ভেঙে গলা কেটে যায় তার। এরপর তাকে উদ্ধার করে যশোর সদর হাসাপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মালিয়াট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান খা প্রথমে মুঠোফোনে পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক নানা সমস্যার কারণে আনোয়ার নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছেন। 

তবে কিছুক্ষণ পর তিনি জানান, পড়ে গিয়ে শোকেসের কাচ ভেঙে গলা কেটে মারা গেছেন আনোয়ার। 

নিহতের স্ত্রী মাহফুজা বেগম জানান, দুপুরে ঘরেই ঘুমিয়ে ছিলেন তার স্বামী আনোয়ার। ঘুম থেকে উঠার পর মাথা ঘুরে শোকেসের কাচের ওপর পড়ে যান। এতে তার গলার বিভিন্ন স্থানে কেটে যায়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি সদস্য আনোয়ার হোসেন পড়ে গিয়ে শোকেসের কাচে তার মুখ ও গলা কেটে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন/আরএআর