এবার চুয়াডাঙ্গার মেয়েকে বিয়ে করলেন চীনা যুবক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুরের মেয়ে সোনিয়া ওরফে ফারিয়া সুলতানার সঙ্গে চীনা নাগরিক সাউই চুইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। ঈদুল আজহার পর দুই পরিবারের সম্মতিতে ঢাকায় তাদের বিয়ে হয়।
সোনিয়া ওরফে ফারিয়া সুলতানা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে।
বিজ্ঞাপন
জানা যায়, চীনা যুবক সাউই চুইয়ের ঢাকায় গার্মেন্টসের ব্যবসা রয়েছে। সেখানে সোনিয়ার বোন চাকরি করেন। সেই সূত্র ধরেই সোনিয়ার সঙ্গে চীনা নাগরিক সাউই চুইয়ের পরিচয়। এরপর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়।
এদিকে, সোমবার (১০ জুলাই) চুয়াডাঙ্গার গয়েশপুর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাউই চুই। এরপর থেকেই আশপাশের নারী-পুরুষ একনজর দেখতে ভিড় জমান সোনিয়ার বাড়িতে। পরে গতকাল বুধবার রাতেই তারা ঢাকার ফিরেছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ফারিয়ার মা আনজু খাতুন বলেন, বিদেশি ছেলে বলে অনেক টেনশনে ছিলাম। এখন দেখছি জামাই অনেক ভালো ও শান্ত স্বভাবের। তার আচার-আচরণ অনেক ভালো।
স্থানীয় এক নারী ইউপি সদস্য বলেন, ২০১৮ সালে নিজ গ্রামেই সোনিয়ার প্রথম বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে তালাক দেন সেই স্বামী। এরপর আরও তিনবার বিয়ে হলেও একটিও টেকেনি। সেই থেকে বাড়িতেই থাকতেন সোনিয়া। শুনেছি তার বোন ও এক ঘটকের মাধ্যমে ওই চীনা যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল। প্রেমের সম্পর্কের পর এখন তারা বিয়ে করেছেন।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশাবুল ইসলাম মিল্টন বলেন, চীনা যুবকের সঙ্গে আমার ইউনিয়নের গয়েশপুর গ্রামের মেয়ে সোনিয়ার বিয়ে হয়েছে বলে জেনেছি। পাঁচ লাখ টাকা দেনমোহরের মধ্যে তিন লাখ টাকা নগদ পরিশোধ করেছে। বাকি দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার দিয়েছেন।
আফজালুল হক/এমজেইউ